কলকাতায় ভারী বৃষ্টি জারি আছে ভোররাত থেকে। অনবরত বৃষ্টিতে জলমগ্ন শহরের বহু এলাকা। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলকাতা পুরসভা আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল। খোলা হয়েছিল কন্ট্রোল রুম। পুরসভার সেই কন্ট্রোল রুমের সামনের রাস্তাই জলে ডুবে গিয়েছে। এই আবহে কর্মী থেকে আধিকারিকরা প্যান্ট গুটিয়ে, জল ডিঙিয়ে অফিসে আসছেন। এদিকে ভারী বৃষ্টির জেরে উত্তর কলকাতার সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট এলাকা জলমগ্ন। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে পাম্প করে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টির ফলে হলদিরামের কাছে ভিআইপি রোডের উপর জল জমেছে। শিয়ালদায় বৃষ্টির জেরে লাইনে জল জমেছিল। তবে পাম্প দিয়ে সেই জল সরিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছিল ১০০.৩ মিলিমিটার। সকাল সাড়ে ৮টা থেকে ৩ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৫৮.৮ মিলিমিটার।
এদিকে ২৬ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। এরপর ২৭ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর এরপর ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ২৬ অক্টোবর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া দফতর। এই আবহে দু-এক পশলা বৃষ্টি হবে শহরজুড়ে। সঙ্গে হতে পারে বজ্রপাত। এরপর ২৭ অক্টোবর আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ২৮ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। ২৯, ৩০ এবং ৩১ অক্টোবর কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে।