রেহাই ঘূর্ণিঝড়ে, প্রবল বৃষ্টিপাতে রেকর্ড গড়ল হলদিয়া–ডায়মণ্ডহারবার
দৈনিক স্টেটসম্যান | ২৬ অক্টোবর ২০২৪
বাংলায় ঘূর্ণিঝড় দানার প্রভাব তেমনভাবে না পড়লেও উপকূলবর্তী জেলাগুলিতে চলছে লাগাতার বৃষ্টিপাত। যদিও ঘূর্ণিঝড় দানার প্রভাব সবথেকে বেশি পড়েছে ওড়িশায়, তবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই চলছে লাগাতার বৃষ্টিপাত। শুক্রবার সকাল থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলগুলিতে এই বৃষ্টি সবচেয়ে বেশি পরিমাণে হয়েছে।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশার বালেশ্বরের তুলনায় পশ্চিমবঙ্গের হলদিয়া ও ডায়মন্ড হারবারে বেশি বৃষ্টিপাত হয়েছে।