তবে ডানার প্রভাবে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে রাজ্যে। পূর্বাভাস এমনই বলছে। ২৬ তারিখ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলাতে। আর কোথাও কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কা।
২৭ তারিখও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ওদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ২৮-২৯ তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ৩০-৩১ তারিখ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।