কিশোরীর পরিবারের অভিযোগ তার মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ দুর্ব্যবহার করেছেন কংগ্রেস দলের ওই পঞ্চায়েত সদস্য কালাম শেখ। শুক্রবার অভিযুক্ত কালাম শেখকে আদালতে তোলা হয়েছে। কংগ্রেস সদস্য কালাম শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এবিষয়ে মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল সরকার জানান, 'ভারতের জাতীয় কংগ্রেসের কোন নির্বাচিত জনপ্রতিনিধি এমন কোনরকম অপকর্মে লিপ্ত হতে পারে না। মালদা জেলা কংগ্রেসের মাটি। এখানে যারা কংগ্রেস করে তাদেরকে আত্মবলিদান দিয়ে কংগ্রেসটা করতে হয়। আসলে তৃণমূল কংগ্রেস আমাদের দলের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিজেদের দলে যোগ করানোর চেষ্টা করছে। কালাম শেখ যোগদান করতে অস্বীকার করায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আগামী দিনে এটা প্রমাণ হয়ে যাবে কে বা কারা কংগ্রেসের সদস্যকে মিথ্যা ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু জানান, 'কংগ্রেসের যে সদস্য এরকম ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা ধিক্কার জানাই। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। এই অপরাধ যে করেছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি হোক এটাই আমাদের দাবি।'