এই সময়, কৃষ্ণনগর: সুদূর চেন্নাইয়ে একটি সোনার দোকান থেকে চুরি গিয়েছিল ৭১০ গ্রাম সোনা। সেই ঘটনায় নদিয়ার কৃষ্ণনগর থেকে ৭১ গ্রাম সোনা উদ্ধার হয় বৃহস্পতিবার। চুরির ঘটনায় ধৃত ওই দোকানের দুই কর্মচারীর বাড়ি পূর্ব মেদিনীপুরে। তবে তাদের মধ্যে একজনের শ্বশুরবাড়ি কৃষ্ণনগর সংলগ্ন কালীরহাট গ্রামে। চুরি করে পালিয়ে শ্বশুরবাড়িতে এসেছিল সে। এক ফাঁকে কৃষ্ণনগরের সোনাপট্টির কয়েকটি দোকানে কিছু সোনা সে বিক্রি করে দেয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে চেন্নাই পুলিশের একটি দল নদিয়ার কৃষ্ণনগরে আসে। সঙ্গে করে সেই ধৃতকেও নিয়ে আসা হয়, যাতে কোন কোন দোকানে সোনা বিক্রি করেছে, তা দেখিয়ে দিতে পারে সে। সেই সূত্রেই তিনটি দোকানের খোঁজ পায় চেন্নাই পুলিশ। এর পরে কোতোয়ালি পুলিশের সাহায্য নিয়ে কৃষ্ণনগরের সোনাপট্টির তিনটি দোকানে হানা দেয় তারা। একটি দোকান থেকে ৫০ গ্রাম, একটি থেকে ৭ গ্রাম এবং তৃতীয় দোকান থেকে প্রায় ১৪ গ্রাম সোনা উদ্ধার হয়। তবে কৃষ্ণনগরে বিক্রি হওয়া সোনার সবটা উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।
কৃষ্ণনগরে আসা চেন্নাই পুলিশের ওই টিম সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনাটি ঘটেছিল জুলাই মাসের শেষ সপ্তাহে। বেশ কিছুদিন পরে দু’জন ধরা পড়ে দু’টি আলাদা রাজ্য থেকে। দোকান মালিকের পক্ষ থেকে মলয় গোস্বামী দাবি করেন, ৭১০ গ্রাম সোনা চুরি গিয়েছে। ধৃতদের দু’জনই তাঁদের দোকানের কর্মী। ধরা পড়ার আগে কৃষ্ণনগরে কিছু সোনা বিক্রি করে তারা।
কৃষ্ণনগরের কোতোয়ালি থানার এক আধিকারিক বলেন, ‘তদন্ত ও অভিযান চেন্নাই পুলিশই করেছে। তারা সহযোগিতা করেছেন।’