• রণবীর নয়, কিশোর কুমারের ভূমিকায় এবার আমির খান? পরিচালকের আসনে কে বসছেন জানেন?
    আজকাল | ২৫ অক্টোবর ২০২৪
  • সংবাদ সংস্থা মুম্বই: কিশোর কুমারের বায়োপিক ঘিরে ইতিমধ্যেই বলিউডে তৈরি হয়েছে নয়া জল্পনা। হবে না-ই বা কেন! পরিচালকের নাম যখন অনুরাগ বসু। জোর ফিসফাস, বায়োপিকের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নাকি প্রস্তাব দেওয়া হয়েছে আমির খানকে! একটি ছবির সঙ্গে যখন জড়িয়ে থাকে অনুরাগ-আমির ,তখন এ সব গুঞ্জন স্বাভাবিক।

    শোনা যাচ্ছে, ছবির প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে ইতিমধ্যেই তিন-চারটি বৈঠক সেরে ফেলেছেন আমির। অনুরাগ বসু ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কিশোর কুমারের বায়োপিকের গল্প-চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছে আমিরের। অনুরাগ যেভাবে বড়পর্দায় কিশোরকুমারকে হাজির করতে চাইছেন সেই ভাবনা শুনে বেশ চমৎকৃত 'মিঃ পারফেকশনিস্ট'। আর আমির নিজেও কিশোরের বিরাট ভক্ত। সুতরাং এখনও পর্যন্ত এই ছবির গতিপথ বেশ মসৃণ। সেই সূত্র জোর গলায় জানিয়েছে, কিশোরকুমারকে বেশ অন্যভাবে পর্দায় হাজির করতে চাইছেন অনুরাগ। শিল্পীর নানা অজানা দিকের খোঁজও দেবে এই বায়োপিক। আর ঠিক এই ব্যাপারটাই মন ছুঁয়েছি আমিরের।

    প্রসঙ্গত, কিশোর কুমারের এই বায়োপিককে বড়পর্দায় নিয়ে আসার জন্য নিয়ে বহু বছর ধরেই পরিকল্পনা আঁটছেন অনুরাগ বসু। শোনা গিয়েছিল, রণবীর কাপুরকে নাকি কিশোর হিসাবে প্রথম বাছাই করেছিলেন পরিচালক। তবে কোনও কারণে তা এগোয়নি। তাই আমির খান। অন্যদিকে, বছর কয়েক আগে কিশোর-পুত্র অমিত কুমার জানিয়েছিলেন, কিশোর কুমারের বায়োপিক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তাই সে চেষ্টাই করা উচিত নয়। কেন কঠিন, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন অমিত। বলেছেন, তাঁর বাবার মতো কেউ অভিনয় করতে পারবেন না। এমনকী কেউ তাঁর মতো হতে পারবেন না। অনুরাগের এই প্রজেক্ট সম্পর্কে সেই সময়ে অমিত জানিয়েছিলেন তিনি পুরোপুরি ওয়াকিবহাল নন।
  • Link to this news (আজকাল)