• অক্টোবরের সাইক্লোন ‘দানা’ কি শীতের আসা-যাওয়ায় প্রভাব ফেলবে?
    হিন্দুস্তান টাইমস | ২৬ অক্টোবর ২০২৪
  • শীতের আগেই সদর্পে এসে হাজির সাইক্লোন দানা। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দানাক তাণ্ডবে মৃত্যু হয়েছে একজনের। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় এই দানার প্রভাব পড়েছে। অঝোর বৃষ্টিতে ভিজছে শহর থেকে মফঃস্বল। প্রশ্ন উঠছে শীত পড়ার আগে সাইক্লোন 'দানা'র আগমন কি শীতকে থমকে দেবে? শীতের আসা কিম্বা যাওয়ায় কি এর প্রভাব পড়বে? এর উত্তর দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত।

    দানা বিলীন হতে পারে কোথায়?

    দানা নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের বহু পূর্বাভাস বাস্তব রূপ নিয়েছে। দানার গতি থেকে শুরু করে বৃষ্টি, প্রভাব নিয়ে আলিপুর আবহাওয়া দফতর বহু পূর্বাভাস দিয়েছিল। দানা ওড়িশায় আছড়ে পড়লেও, দেখা যায় বাংলায় ঝড়ের প্রভাব আমফানকে টপকে যেতে পারেনি। প্রশ্ন উঠছে এবার দানা কোনদিকে যাবে? কী হবে তার রূপ? সোমনাথবাবু জানান, ল্যান্ডফলের পর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে এখানেই মিলিয়ে যেতে পারে দানা। খুব বেশি হলে রাজ্যের লাগোয়া ছত্তিশগড়ে গিয়ে বিলীন হয়ে যেতে পারে দানা সাইক্লোন। বৃহস্পতিবার ভোররাতে ওড়িশার ধামরার কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার।

    দানার প্রভাব কম

    দানা নিয়ে যতটা গর্জন ছিল, ততটা বর্ষালোনা এই ঝড়। কেন এমন? উত্তর দিচ্ছেন সোমনাথ দত্ত। আগেই আবহাওয়া দফতর বলেছিল, শক্তির নিরিখে আমফানের মতো ঘূর্ণিঝড়ের কাছেও আসবে না দানা। বাস্তবের সেই পূর্বাভাসও মিলে গিয়েছে। যেমটা আশা করা হচ্ছিল, তার তুলনায় দানার তীব্রতা কম হওয়ায় ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম হয়েছে।

    প্রশ্ন ওঠে দানা সাইক্লোন কি শীতের আসা যাওয়ায় প্রভাব ফেলবে?

    সাইক্লোন দানার সঙ্গে শীতের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে সোমনাথ দত্ত বলেন,' আমরা এমনটা ভাবছি কেন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হচ্ছে সাইক্লোন সিজন। এটা আজ থেকে নয়, চিরকালই আছে। প্রত্যেক বছরই সাইক্লোন সিজনে সাইক্লোন আসে, এবারেও এসেছে সাইক্লোন। তার জন্য শীত আসা যাওয়ার বিঘ্ন কেন হবে?' তিনি বলেন,'শীত তো অনেক সময় এমনিতেই বিঘ্ন ঘটে। গত বছরও বিঘ্ন ঘটেছে, ওটাকে বিঘ্ন বললে বিঘ্ন।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)