• করিমপুরে এক সপ্তাহে কালাচের কামড়ে দু’জনের মৃত্যু, আতঙ্ক
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, করিমপুর: করিমপুরে এক সপ্তাহের মধ্যে সাপের কামড়ে বারো বছরের বালকের এবং আঠারো বছরের কলেজ ছাত্রীর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। দুজনকেই প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিছুদিন আগে করিমপুরের রহমতপুর গ্রামের ষষ্ঠীতলাপাড়ার বারো বছরের সৃজন বিশ্বাসকে সাপে কামড়ায়। প্রথমে তাকে করিমপুর এবং পরে বহরমপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ন’দিন চিকিৎসার পরে মৃত্যু হয় মহিষবাথান মনোজ মোহন বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের। বিছানার মধ্যে লুকিয়েছিল বিষধর কালাচ। সকালে বিছানা গোছানোর সময় সাপটিকে দেখতে পাওয়া যায়। তার শারীরিক সমস্যা দেখা দেয়। এই ঘটনার পাঁচদিনের মধ্যে একইভাবে রাতে ঘুমের সময় কালাচ সাপের কামড়ে মৃত্যু হয় করিমপুরের অভয়পুর গ্রামের পশ্চিমপাড়ায় পূর্বা দাস (১৮) নামে এক কলেজ ছাত্রীর। তাঁর পরিবার জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় তার ডান পায়ের আঙুলে সাপে কামড় দেয়। ঘুমের ঘোর কাটিয়ে তিনি বুঝতে পারেন, সাপ কামড়েছে। তাঁকে করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষরক্ষা হয়নি। 
  • Link to this news (বর্তমান)