• বিজয়া সম্মিলনিতে কেষ্ট, অভিমান ভুললেন আশিস
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মহম্মদবাজার: বিজয়া সম্মিলনী সভা থেকে আগামী বিধানসভা ভোটের লিড বেঁধে দিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শুক্রবার দলের বিজয়া সম্মিলনী হয় মহম্মদবাজার। এখানকার ৬টি অঞ্চল থেকে অন্তত ৩০ হাজার ভোটের লিড দিতে হবে বলে সাফ জানিয়ে দিলেন স্থানীয় নেতৃত্বকে। তিনি বলেন, ‘আমি একা চলব না। সবাইকে নিয়েই চলব। এই ৬টা অঞ্চল মিলিয়ে তোদের ৩০ হাজার লিড দিতে হবে। এখন থেকে চেষ্টা শুরু করলে লক্ষ্যপূরণ সম্ভব।’ 

    এদিন মহম্মদবাজারের সোঁতশালের একটি হলঘরে আয়োজিত এই বিজয়া সম্মিলনীতে জেলা সভাপতি ছাড়াও ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, ব্লক সভাপতি কালিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেষ্ট বলেন, ‘এখানে এমন একটা জনসভা করব, যেখানে কর্মীদের হাত ধরে বাড়ি থেকে ডেকে আনব। আমরা সবাই কর্মী। এই ব্লক থেকে ৩০ হাজার ভোটের লিড দিতে হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সবার সঙ্গে চললে এলাকা ভালো হয়।’ আশিসবাবু বলেন, ‘আমি ভাবছিলাম কেষ্ট রামপুরহাট বিধানসভা আসছেন না কেন? এই নিয়ে আমি অভিমান করছিলাম। প্রথম দিন থেকেই একটাই বার্তা তিনি দিয়ে যাচ্ছেন, আমরা সবাই এক। তারপর কেষ্ট আসাতে আমরা সকলে খুশি।’

    রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কেষ্ট তাঁর পুরনো স্টাইলে ব্লক ভিত্তিক লিড বেঁধে দিতে চাইছেন। সংগঠনের রাশ নিজের হাতে রেখে এখন থেকে পরবর্তী বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে বলছেন সংশ্লিষ্ট ব্লক নেতাদের। কালীপুজোর পর ব্লক, অঞ্চল সভাপতিদের ধরে ধরে বৈঠকের প্রস্ততিও নিয়েছেন তিনি। অতঃপর, দলের সংগঠন চাঙ্গা করার লক্ষ্যে চেনা ছন্দেই ফিরছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।  
  • Link to this news (বর্তমান)