ভাবুক পঞ্চায়েতের আটমাইল হাটে যত্রতত্র নোংরা দেখে বিরক্ত বিডিও
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: ভাবুক গ্রাম পঞ্চায়েতের আটমাইল হাটে প্লাস্টিক বর্জন নিয়ে ব্যবসায়ীদের সচেতন করল পুরাতন মালদহ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি। শুক্রবার বিডিও সেঁজুতি পাল মাইতি, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী গোটা হাট চত্বর ঘুরে দেখেন। যেখানে-সেখানে আবর্জনা জমে থাকতে দেখে উদ্বেগ প্রকাশ করেন বিডিও। হাট কমিটি এবং ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। হাটের ব্যবসায়ীরাও আধিকারিকদের সামনে হাট কমিটির উদাসীনতার কথা জানান। ব্যবসায়ীদের অভিযোগ, হাট কমিটি টাকা নেয়। কিন্তু আবর্জনা পরিষ্কার করে না। ডাস্টবিন দেয় না। হাটে বহু বছর ধরে মিষ্টির দোকান করেন কার্তিকচন্দ্র দাস। তিনি জানান, সপ্তাহে দুদিন হাট বসে। হাট কমিটি ৩০ টাকা করে নেয়। কিন্তু কমিটি পরিষ্কারের কাজ করে না। আমরা কী করব? যদিও আটমাইল আট কমিটির কোষাধ্যক্ষ মনোজকুমার সরকার বলেন, হাটে অনেক সদস্য রয়েছে। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হবে। হাট পরিদর্শনের পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিকরা গুনগাঁও গ্রামে ডেঙ্গু আক্রান্ত কয়েকজনের বাড়ি পরির্দশন করেন। আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। বিডিও বলেন, কয়েকমাস ধরে আমরা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে প্লাস্টিক এবং ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার করছি। এদিন আটমাইল হাটে সচেতনতা কর্মসূচি ছিল। সেখানে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের খোঁজখবর নেওয়ার পর বিডিও বলেন, আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরাও সবাইকে সচেতন করছি।