সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শুক্রবার বৃষ্টির জন্য স্কুলে ছাত্রের উপস্থিতি ছিল কম। সেই অজুহাত দেখিয়ে স্কুলে রান্না না করার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর সার্কেলের গাঙ্গোর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এমনকী শিক্ষকরা সময়মতো স্কুল আসেন না বলেও অভিযোগ অভিভাবকদের। চাঁচল মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে রয়েছেন মোট পাঁচজন শিক্ষক। অভিযোগ, এদিন প্রধান শিক্ষক মহম্মদ বুলবুল রহমান ও এক পার্শ্ব শিক্ষক স্কুলে আসেননি। অপরদিকে দুই সহকারী শিক্ষিকা ও এক পার্শ্ব শিক্ষিকা স্কুলে এলেও ছাত্র কম ছিল। সেই অজুহাত দেখিয়ে উপস্থিত শিক্ষিকারা মিড ডে মিল রান্না না করার সিদ্ধান্ত নেন। যদিও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল রহমানের সাফাই, আমি ছুটিতে ছিলাম। একদিন আগে মিড ডে মিলের সমস্ত বাজার করে স্কুলে দিয়ে এসেছি। উপস্থিত শিক্ষিকারা কেন মিড ডে মিল রান্নার ব্যবস্থা করেননি, খোঁজ নিয়ে দেখব।
হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, কম ছাত্রছাত্রী থাকলে মিড ডে মিল রান্না হবে না এই ধরনের কোনও নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।