নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিধায়কের নিরাপত্তারক্ষীর ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি বর্তমান। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়। সেখানে দেখা যায় বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের নিরাপত্তারক্ষীকে ঘিরে কয়েকজন মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ উত্তপ্ত পরিবেশ। বাসিন্দাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে বিধায়কের নিরাপত্তারক্ষীর। পাশেই একটি টোটো ছিল। টোটোর আরেক পাশে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির নীচে দাবি করা হয়, রাস্তায় টোটো সাইড না দেওয়ায় বিধায়কের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে টোটো চালককে মারধর করেন। যদিও বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেসময় রাস্তা আটকে একজন টোটো নিয়ে দাঁড়িয়ে কথা বলছিল। পাঁচ ছয়বার হর্ন বাজানোর পরেও টোটো না সরানোয় আমার নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে টোটো চালককে সাইড দিতে বললে সেই টোটোচালক অভব্য আচরণ করেন। আমার নিরাপত্তারক্ষীকে কাউকে মারধর করেনি।