সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে ৬ নম্বর কোয়ার্টারে পিপিপি ল্যাবরেটরিতে ডেঙ্গু টেস্টের কোনও নিয়ম নেই। সেখানে টাকার বিনিময়ে ডেঙ্গু টেস্ট করার অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার ওই অভিযোগ প্রসঙ্গে ঠিক এমনটাই জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার। তিনি বলেন, আমি ৬ মাস আগেই পিপিপি ল্যাবে ডেঙ্গু টেস্ট করাতে বারণ করেছিলাম। কারণ, সেখানে ওই টেস্টের পরিকাঠামো নেই। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করা হবে।
ওই ব্লকের মঙ্গলবাড়ি রেল গেটের বাসিন্দা অনিমা দাস (৫৪) তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। এদিন তিনি জ্বর, সর্দি নিয়ে হাসপাতালে চিকিৎসক দেখান। তাঁকে চিকিৎসকেরা ডেঙ্গু এবং রক্তের সিবিসি, ম্যালেরিয়া টেষ্ট করতে বলেন। ম্যালেরিয়া টেস্ট হাসপাতাল থেকে করান। সেখানে টাকা লাগেনি। কিন্তু ডেঙ্গু এবং অন্যান্য টেস্টের জন্য ল্যাবে ৯৫০ টাকা দাবি করে। অভিযোগ, টেস্ট করার পরও ওই ল্যাব থেকে বিল দেওয়া হয়নি। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, আমরা ল্যাবে বলেছি, রোগীদের বিল দিতে হবে। হাসপাতালের পিপিপি ল্যাবের এক কর্মী বলেন, এরপর থেকে বিল দেওয়া হবে।