• বহিরাগত এনে রাজ্যে অশান্তি ছড়ানোর প্ল্যান চলছে: মমতা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে প্রথমে বন্যা, তারপর ঘূর্ণিঝড় ‘ডানা’। একদিকে এই দুর্যোগ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যস্ততা, অন্যদিকে দুর্গাপুজো, কালীপুজো সহ যাবতীয় উৎসব-অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপরতা। সব মিলিয়ে পুলিস-প্রশাসনের ব্যস্ততা এখন তুঙ্গে। আর সেই সুযোগে রাজ্যে অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছে। সীমানা পেরিয়ে বাংলায় ঢুকে অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইছে বহিরাগতরা। শুক্রবার ‘ডানা’ পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকের সঙ্গে বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এই সূত্রে রাজ্যের সীমানায় নজরদারি বৃদ্ধির নির্দেশও দিয়েছেন তিনি। 

    সামনেই দীপাবলি। এই সময় নিষিদ্ধ বাজি ফাটানো ঠেকাতে কঠোর নজরদারির কথা বলতে গিয়ে রাজ্যকে অশান্ত করার চক্রান্তের কথা তুলে ধরেন মমতা। তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট কাউকে বলছি না, তবে কিছু দুষ্টু লোক রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। যারা এইসব প্ল্যানিং করে, তাদের আমি রাজনৈতিক নেতা বলে মানি না। কালীপুজো আসছে। কেউ যাতে অপ্রীতিকর কিছু না করতে পারে, সেটা দেখতে হবে।‌’ পুলিসকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নজর রাখবেন। কেউ কেউ তেমনই প্ল্যান করছে। সেই প্ল্যান ভেস্তে দিতে হবে।’ 

    এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, কলকাতার পুলিস কমিশনার  মনোজ ভার্মা প্রমুখ। ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন জেলার পুলিসকর্তারা। তাঁদের সতর্ক করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এসটিএফ সহ রাজ্য পুলিসের সংশ্লিষ্ট বিভাগগুলিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে হুগলির রিষড়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। বলেন, ‘যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের প্রত্যেকের উপর নজর রাখতে হবে। অনেকে এখন জেলের ভিতরে বসেই অপরাধ সংগঠিত করছে। জেলে আছে বলে সবাই ভাবছে, কিছু করতে পারবে না, কিন্তু ভিতর থেকেই প্ল্যান সাজাচ্ছে। সজাগ থাকতে হবে।’  

    সম্প্রতি আর জি কর-কাণ্ডের প্রতিবাদের ছুতোয় রাজ্যকে অশান্ত করার ‘ছক’ হয়েছিল বলে অভিযোগ ওঠে। এমনকী, খুন-ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো বিতর্কিত স্লোগান ওঠায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 
  • Link to this news (বর্তমান)