• বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে উদ্যোগ
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডানা’র প্রভাবে লাগাতার ঝড়বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হল। মূলত আটটি জেলায় সবচেয়ে বেশি ব্যহত হয়েছে পরিষেবা। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, খড়গপুর, গড়বেতা, পূর্ব মেদিনীপুরের এগরা, কাঁথি, তমলুক, হাওড়ার উলুবেড়িয়া, বীরশিবপুর, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, কুলতলি, জয়নগর, সাগর, রাধানগর,  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, ঝাড়গ্রামের বিনপুর, হুগলির আরামবাগ, খানাকুল, বাঁকুড়ার খাতরা প্রভৃতি  এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ট্রান্সফরমার নষ্ট হওয়া, পোল পড়ে যাওয়া, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া ইত্যাদি কারণে যেমন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, তেমনই কোথাও কোথাও বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছেন কর্মীরা।

    বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘বিপর্যয়ের শুরু থেকেই দপ্তরের কর্মীরা তৎপর রয়েছেন। যেসব জায়গা জলের তলায় থাকার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, সেখানে জল কমলে ২৪ ঘন্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। বাদবাকি এলাকার অধিকাংশ জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিছু ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত আট জেলার আধিকারিকের থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যাবতীয় খোঁজখবর নেন মন্ত্রী।
  • Link to this news (বর্তমান)