ভাসছে গোটা উত্তর শহরতলি, বি টি রোডেও হাঁটু সমান জল
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বরানগর: টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকা। বি টি রোডে বারাকপুরগামী লেনের বিভিন্ন জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ায় তীব্র বিপত্তি তৈরি হয়। বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় সাধারণ মানুষ তীব্র ভোগান্তির শিকার হয়েছেন। বরানগর থেকে পানিহাটি পর্যন্ত জল যন্ত্রণার পরিচিত ছবি ফিরে এসেছে। তবে কোথাও বিদ্যুতের খুঁটি ও ঘরবাড়ি ভাঙার খবর পাওয়া যায়নি। দিনভর বৃষ্টির জেরে এদিন সরকারি ও বেসরকারি অফিসে হাজিরা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। বিভিন্ন পুরসভার তরফে পাম্প চালিয়ে জল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। দুপুরে বৃষ্টির দাপট কমলেও বিকেলের পর থেকে ফের বাড়ে। ফলে সিঁথির মোড় থেকে ডানলপ পর্যন্ত কলকাতা থেকে বারাকপুরগামী বি টি রোড জলের তলায় চলে যায়। বনহুগলি সহ একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। বি টি রোডের পশ্চিমপাড়ের জল উল্টো দিকের লেন পেরিয়ে এ কে মুখার্জি লেনে স্রোতের মতো ঢোকে। ফলে এদিন এ কে মুখার্জি লেনও জলের তলায় চলে যায়। শুধু এই দুই রাস্তা নয়, কালীচরণ ঘোষ রোড, বরানগরের নিয়োগীপাড়া, মল্লিক কলোনির মতো বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যায়। বহু দোকান ও বাড়িতেও জল ঢুকে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিকেল ৪টার পর গঙ্গায় জোয়ার আসায় পরিস্থিতির আরও অবনতি হয়।
কামারহাটির আড়িয়াদহ সহ বিস্তীর্ণ এলাকায় জল যন্ত্রণা ফিরে এসেছে। বৃষ্টির জেরে বি টি রোডের দু’দিকের নিচু এলাকা জলমগ্ন হয়েছে। রেললাইন লাগোয়া নিচু জায়গায় জল জমেছে। তবে পানিহাটি শহরের অবস্থা সব থেকে ভয়ঙ্কর। বি টি রোডের পাশাপাশি শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। শহরের বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে। এস বি টাউন, তীর্থভারতী, নাটাগড় সহ সিংহভাগ ওয়ার্ড জলের তলায়। নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই সুনীত ব্যানার্জি রোড, প্রসন্ন চ্যাটার্জি রোডের মতো বিভিন্ন রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়েছে। শহরের ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের সিংহভাগ বাড়ির একতলায় জল ঢুকেছে। টেক্সম্যাকো কারখানা চত্বরেও জল জমায় উৎপাদন ব্যাহত হয়।
দমদমের পি কে গুহ রোড, কালীরাম কলোনির মতো বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে। দক্ষিণ দমদমের বাগজোলা খাল লাগোয়া নিচু জায়গায় জল জমেছে। অন্যদিকে, উত্তর দমদম ও নিউ বারাকপুরের বিভিন্ন নিচু জায়গা, কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে।