নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দুর্গাপুজোকে সামনে রেখে সল্টলেক সহ গোটা বিধাননগরে শুরু হয়েছিল রাস্তা সংস্কারের কাজ। লক্ষ্য ছিল, দীপাবলির আগেই সিংহভাগ রাস্তায় পিচের প্রলেপ দেওয়ার কাজ শেষ করার। কিন্তু, ঘূর্ণিঝড় ডানার কোপে থমকে গেল সেই সংস্কারের কাজ। বৃষ্টির জন্য মেরামতির কাজ বন্ধ রাখা হয়েছে। তবে, রোদ উঠলে ফের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এদিকে, সকাল থেকে টানা বৃষ্টির জেরে শুক্রবার হলদিরাম এলাকায় ভিআইপি রোডের ধারে জল থইথই অবস্থা তৈরি হয়। পারাপার করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। জমা জলের কারণে বহু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। জলের মধ্যেই ঠেলে ঠেলে নিয়ে যান তাঁরা। দিনভর চলেছে এই দুর্ভোগ।
খানাখন্দে ভরে উঠেছে সল্টলেকের একাধিক রাস্তা। চলাচল করতে গিয়ে হয়রানি হচ্ছেন এখানকার বাসিন্দারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, পুজো পর্যন্ত বৃষ্টি চলায় সংস্কারের কাজ দেরিতে শুরু হয়েছে। তবে, দীপাবলির আগেই বেশিরভাগ কাজ শেষ হওয়ার কথা ছিল। সল্টলেক সহ বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডেই সম্প্রতি রাস্তা সংস্কারের কাজে গতি এসেছিল। এই সময় আবার সমস্যা হয়ে দাঁড়ায় ডানার পূর্বাভাস। বৃহস্পতিবার থেকেই কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার দিনভর বৃষ্টি চলেছে। বৃষ্টির মধ্যে রাস্তা মেরামত করলে তা আবার ভেঙে যাবে।
বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র অনিতা মণ্ডল বলেন, এই অকাল বৃষ্টিতে রাস্তা সংস্কারের কাজ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হল। আমরা কাজ সাময়িক বন্ধ রেখেছি। তবে, রোদ উঠলেই ফের রাস্তা সংস্কার শুরু হবে।
এদিকে, অতিরিক্ত বৃষ্টি হলেই হলদিরামের কাছে ভিআইপি রোডের দু’ধারের সার্ভিস রোডে জল জমে যায়। এবারও তার ব্যক্তিক্রম হয়নি। সকালের পরই হাঁটুসমান জল জমে যায়। দু’দিকের সার্ভিস রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জমা জলের কারণে তাঁদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এলাকার মানুষের দাবি, বাগজোলা খালের নাব্যতা বাড়ানোর জন্য পূর্ণ সংস্কার প্রয়োজন। তা না হলে এই দুর্ভোগ চলতেই থাকবে। মেট্রোর কাজের জেরে এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে ফ্লাইওভারের নীচেও জল জমে ছিল। জল জমেছে সল্টলেক সেক্টর ফাইভের টেকনোপলিস মোড়ের কাছেও। সকলে বাধ্য হয়েই কাদা-জল মাড়িয়ে যাতায়াত করেছেন।