• সকাল ৯টার আগেই চালু বিমান পরিষেবা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডানা’র কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব না পড়ায় শুক্রবার সকাল ৯টার আগেই বিমান পরিষেবা চালু হয়ে যায়। সকাল ৮টা ৩৭ মিনিট নাগাদ কলকাতা থেকে দিনের প্রথম বিমান রওনা দেয় ইম্ফলের উদ্দেশে। দিল্লি থেকে কলকাতায় প্রথম বিমান আসে সাড়ে ৮টা নাগাদ। তারপর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক ছিল। তবে টানা বৃষ্টির জেরে রানওয়েতে জল জমছে কি না, সেদিকে নজর রাখছেন বিমানবন্দরের কর্মীরা। অতিরিক্ত পাম্প মোতায়েন করা হয়েছে। সকালের দিকে যে জল জমেছিল, তা দ্রুত নামানোর জন্য তৎপরতা দেখা যায় বিমানবন্দরের কর্মীদের মধ্যে। কৈখালি, এয়ারপোর্ট ১ নম্বর, ভিআইপি রোডে জল জমে থাকার কারণে বিমানযাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে বাড়তি সময় লেগেছে। এদিকে, কয়েক ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকার কারণে অনেক যাত্রীকে রাতভর বিমানবন্দরেই কাটাতে হয়েছে। শুক্রবার পরিষেবা চালু হলেও বিমানের টিকিট পেতে অনেককে নাজেহাল হতে হয়েছে।
  • Link to this news (বর্তমান)