নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গড়বেতা থেকে চুরি যাওয়া লরি মগরা থেকে উদ্ধার করে দিল হুগলি গ্রামীণ পুলিস। বৃহস্পতিবার রাতে গ্রামীণ পুলিসের কাছে খবর আসে, তিনজন যুবক একটি ১২ চাকার লরি বিক্রির চেষ্টা করছে। তখনই পুলিস অফিসারদের সন্দেহ হয়। তারপরেই পুলিসের একটি বিশেষ দল খোঁজখবর শুরু করে। শেষপর্যন্ত গভীর রাতে মগরা থানার ছোট খেজুরিয়া থেকে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। যদিও দুষ্কৃতীরা গাড়িটি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি। শুক্রবার ওই লরির মালিকের সঙ্গে পুলিস যোগাযোগ করে। তখনই জানা যায়, গত ২২ অক্টোবর গড়বেতা থেকে লরিটি চুরি হয়েছিল। এদিনই গড়বেতা থানার পুলিসের মাধ্যমে লরিটিকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে, শুক্রবারই উত্তরপ্রদেশের আজমগড় থেকে এক সাইবার অপরাধীকে গ্রামীণ পুলিস গ্রেপ্তার করে এনেছে।