বিদ্যুৎমন্ত্রীর নির্দেশে ‘দানা’ পরবর্তী পরিষেবা পুনরুদ্ধারের উদ্যোগ
দৈনিক স্টেটসম্যান | ২৬ অক্টোবর ২০২৪
শুক্রবার বিদ্যুৎভবনে মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস দানা সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্থ ৮ জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখেন।
দানা”র প্রভাবে রাজ্যের কোনও জেলায় যাতে বিদ্যুৎ পরিষেবায় অসুবিধা না হয় সেজন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ অনুসারে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বেশ কিছু নির্দেশিকা দেন।
তিনি ওই ৮ টি জেলার বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে নির্দেশ দিয়েছেন, যাতে জেলার সর্বত্র বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকে। এছাড়াও দানা”র প্রভাবে কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্দিষ্ট স্থানে গিয়ে খতিয়ে দেখে সেই সংক্রান্ত সমস্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। দানা”র সতর্কতা হিসাবে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে গ্রাহকদের ফোনে আগেই মেসেজ পাঠানো হয়েছিল।
তবে শুক্রবার বিদ্যুৎমন্ত্রী আবারও জেলার বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেয় যাতে সর্বত্র গ্রাহকদের ফোনে মেসেজ এবং মাইকিং–র মাধ্যমে সতর্ক করা হয়। গ্রাহকদের সতর্ক করার উদ্দেশ্য, যাতে তাঁরা রাস্তায় কোথাও কোনও ছেঁড়া তার দেখলে নিজেরা সেই তারে হাত না দেয় এবং সঙ্গে সঙ্গে সিইএসসি–এর ফোন নম্বর বা হোয়াটস্যাপ নম্বরে যোগাযোগ করে। একই সঙ্গে মাননীয় মন্ত্রী চব্বিশ ঘণ্টা সদা তৎপর বিদ্যুৎ দপ্তর পরিবারের ৮০ হাজার আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।