• বারাসত-নৈহাটিতে কালীপুজো দেখতে যাবেন? রাতে স্পেশাল একাধিক ট্রেন, জানুন টাইম টেবিল
    আজ তক | ২৬ অক্টোবর ২০২৪
  • কালীপুজো ও দীপাবলি উপলক্ষে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। কালীপুজোতে বহু মানুষ শহর ও শহরতলিতে ঠাকুর দেখতে যান। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত রেলের। পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কালীপূজা ও দীপাবলির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশন ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার অতিরিক্ত ৮টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ডানকুনি থেকে বারাসত, রানাঘাট থেকে বারুইপুর, সব স্টেশনের জন্যই থাকছে এই লোকাল। তবে সবই চলবে রাতের দিকে। এই ট্রেনগুলি প্রতিটি স্টেশনে থামবে।

    কোন কোন রুটে ট্রেন

    শিয়ালদা-ডানকুনি -শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদা থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদা পৌঁছবে।

    শিয়ালদা-বারাসাত-শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদা পৌঁছবে।

    শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদা পৌঁছবে।

    শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদা পৌঁছবে।

    এছাড়াও, শিয়ালদা বিভাগ ৩১ অক্টোবরে সপ্তাহের অন্যান্য দিনের পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে। উত্তর ২৪ পরগনার বারাসত, মধ্যগ্রাম ও নৈহাটিতে কালীপুজো বিখ্যাত। কলকাতা ও অন্য জায়গা থেকে বহু মানুষ কালীপুজোর সময় সেখানে যান। বিশেষ করে সারা রাত জুড়ে ঠাকুর দেখার প্ল্যানিং করেন অনেকেই। ট্রেনেও প্রচুর ভিড় হয়। শিয়ালদা-নৈহাটির মধ্যে কোনও স্পেশাল ট্রেন দেওয়া না হলেও শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা লোকাল নৈহাটির উপর দিয়েই যাবে। তাই অতিরিক্ত লোকাল চললে যাত্রীদের সেখানে যাওয়ার সুবিধা হবে।
  • Link to this news (আজ তক)