• ২৬-এর কী গেমপ্ল্যান BJP-র? শাহ আসছেন আজই, অভয়ার মা-বাবার সঙ্গেও সাক্ষাতের জল্পনা
    আজ তক | ২৬ অক্টোবর ২০২৪
  • শনিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কাজ ছাড়াও অমিত শাহের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আরজি করের নির্যাতিতা ডাক্তারের বাবা-মা। এর আগে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি লিখেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে নির্যাতিতা ডাক্তারের বাবা বলেছিলেন যে তাঁদের মেয়ের সঙ্গে জঘন্য অনাকাঙ্খিত ঘটনার পর তাঁরা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অসহায় বোধ করছেন। তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান পরিস্থিতি নিয়ে কয়েকটি বিষয়ে আলোচনা করতে ও সাহায্য চান।

    শনিবার রাতের বিমানে কলকাতা আসবেন অমিত শাহ। রাত ১০টায় তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। সেখান থেকে সোজা চলে যাবেন নিউটাউনের পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মায়ের চিঠির পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও নির্যাতিতার বাড়িতেও পাঠানো হয়েছিল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকেও। সেই থেকে অভয়ার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বঙ্গ বিজেপি। জানা যাচ্ছে, নিউটাউনের একটি হোটেলে উঠবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন অভয়ার বাবা ও মা। থাকতে পারেন নির্যাতিতার পরিবারের আরও কয়েকজন সদস্য।

    বাংলার বিধানসভা নির্বাচন হতে আর দু বছরেরও কম সময় রয়েছে। তাই এখন থেকে নিজেদের সংগঠন শক্তিশালী করতে ঝাঁপাচ্ছে  বিজেপি। এছাড়াও আরজি কর ইস্যুতে এমনিতেই জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আর সেই ইস্যুটাকেই রাজনীতির ময়দানে হাতিয়ার করার চেষ্টা বিজেপি করতে পারে সূত্রের খবর। আর সেই কারণেই বঙ্গ বিজেপি নেতারা মনেপ্রাণে চাইছেন যাতে অমিত শাহ ও অভয়ার বাবা-মায়ের মধ্যে সাক্ষাৎ হয়।‌

    জানা যাচ্ছে, রবিবার কল্যাণীতে বিএসএফ-র সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। রবিবার বিকেলেই সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (Eastern Zonal Cultural Centre) বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন। আগামী ১৩  নভেম্বর ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে অমিত শাহের। রবিবার রাতেই বিমানে আবারও দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • Link to this news (আজ তক)