অনিকেত-কিঞ্জলদের পাল্টা সংগঠন জুনিয়র ডাক্তারদের, 'থ্রেট কালচার' -এ নয়া মোড়
আজ তক | ২৬ অক্টোবর ২০২৪
আরজি কর-কাণ্ডের পর থ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা আর একটি সংগঠন তৈরি করল জুনিয়র ডাক্তারদের অন্য একটা অংশ। শুক্রবার রাতে ওই নতুন সংগঠন গঠন করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে,'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন'। শনিবার বিকালে সাংবাদিক বৈঠক করে ওই নতুন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা হবে।
সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। আরজি করের জুনিয়র চিকিৎসক শ্রীশ বলেন,'নির্যাতিতা দিদির বিচারের নাম করে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করছে কিছু লোক। আটকে রেখেছে রোগী পরিষেবা। স্বাস্থ্যকেন্দ্রে অরাজকতা তৈরি করতে চাইছে ওরা'। তিনি যোগ করেন,'প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের কয়েকজনকে থ্রেট কালচারের শিকার হতে হল। ছাত্রছাত্রীকে অ্যাকাডেমিক ও পেশাগত দায়িত্ব থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে'।
বলে রাখি, স্বাস্থ্য দফতরকে না জানিয়ে একতরফাভাবে ৫৩ জন ডাক্তারি ছাত্রকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জুনিয়র ডাক্তারদের ওই বৈঠকে অনিকেত মাহাতো ব্যাখ্যা দিয়েছিলেন,'ম্যাডাম, ওরা নটোরিয়াস ক্রিমিনাল'। পাল্টা জুনিয়র ডাক্তারদের একটা অংশের বক্তব্য, থ্রেট কালচার নিয়ে সত্যিটা প্রকাশ্যে আসা দরকার।
শুক্রবার অনিকেতদের বিরুদ্ধে আর এক অপরাধীকে আড়াল করার অভিযোগ ওঠে। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছিলেন,'মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির। ২০২১ সালের সেই এফআইআর কপি এবং মধুমিতার বাবার অভিযোগপত্র দেওয়া রইল, আশা করব জুনিয়র ডাক্তারবাবুরা এবারে পরিষ্কার করে জানাবেন যে এই শাহবাজ শেখ (যাকে ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত করা) তিনি সমাজসেবী নাকি নটোরিয়াস ক্রিমিনাল!! অপেক্ষায় রইলাম'। (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)
নতুন সংগঠন নিয়ে অনিকেত মাহাতোদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।