• কালীপুজোয় যান চলাচল নিয়ন্ত্রণ, কেমন থাকবে রাস্তার হাল?
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোকে কেন্দ্র করে আগে থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হল কলকাতায়। আজ, শনিবার কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভর্মা একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন। আগামী ২৮ অক্টোবর সোমবার থেকে আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এই বিজ্ঞপ্তিটি কার্যকর থাকবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী –২৮/০৯/২৪ থেকে ৩১/০৯/২৪ (বিকেল ৪টে – ভোর ৫টা)  

    রবীন্দ্র সরণী বরাবর গ্যালিফ স্ট্রিট থেকে বি কে পাল অ্যাভিনিউ পর্যন্ত রাস্তায় কোনও পন্যবাহী যান চলাচল করতে পারবে না। তবে যে সমস্ত গাড়িগুলিতে কালী প্রতিমা থাকবে, সেগুলিকে ছাড় দেওয়া হয়েছে।২৮/০৯/২৪ থেকে ৩১/০৯/২৪ (রাত ১০টা – ভোর ৫টা)  

    কালী প্রতিমা ছাড়া অন্যান্য পন্যবাহী যানগুলি কোনও ভাবেই রবীন্দ্র সরণীতে প্রবেশ করতে পারবে না। তাদের স্ট্র্যান্ড রোডের দিকে ঘুরিয়ে দওয়া হবে। এছড়া, যে সমস্ত গাড়িগুলি ঠাকুর আনতে কুমারটুলির দিকে যাবে তাদের জে এম অ্যাভিনিউ, বি কে পাল অ্যাভিনিউ এবং অরবিন্দ সরণী দিয়ে প্রবেশ করানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিমা আনতে আসা গাড়িগুলি শোভাবাজার স্ট্রিট এবং বাগবাজার স্ট্রিটের ক্রসিং-এর কাছে পার্ক করতে পারবে। অন্যদিকে, প্রতিমার সঙ্গে যুক্ত গাড়িগুলি ছাড়া অন্য কোনও গাড়ি কালীঘাট রোডে প্রবেশ করতে পারবে না।
  • Link to this news (বর্তমান)