• কালীপুজোয় অতিরিক্ত লোকাল ট্রেন, জানুন সময়সূচি
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৪
  • আর এক সপ্তাহও বাকি নেই। আগামী বৃহস্পতিবার আলোর উৎসব দীপাবলি। কালীপুজো ও দিওয়ালিতে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ ডিভিশনে চলবে এই অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেনগুলি। উত্তর ২৪ পরগনার নৈহাটি ও বারাসতের কালীপুজো বিখ্যাত। দীপাবলির সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই দুই জায়গায়। লোকাল ট্রেনগুলিতেও থাকে অতিরিক্ত চাপ। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'বারাসত-রানাঘাট সেকশনে কালীপুজোয় অতিরিক্ত ভিড় হয়। তাই পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ৮টি লোকাল ট্রেন চালানো হচ্ছে।'

    অতিরিক্ত ট্রেনের সূচি-

    শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (১ জোড়া): ৩১ অক্টোবর রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছবে এবং ডানকুনি থেকে রাত ১২ টা২৫ মিনিটে ছেড়ে রাত ১টা মিনিটে শিয়ালদহ পৌঁছবে

    শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। আবার বারাসাত থেকে রাত ১টা ১০-এ ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে

    শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (১ জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০-এ ছেড়ে রাত ২টো ৩০ মিনিটে রানাঘাট পৌঁছবে। ৩১ অক্টোবর রাত ১১টা ৪৫-এ রানাঘাট ছেড়ে রাত ১টা ৪০-এ শিয়ালদহ পৌঁছবে।

    শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (১ জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে রাত ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে
  • Link to this news (এই সময়)