• পেট্রাপোল সীমান্তে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করবেন শাহ
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৪
  • বদলাতে চলেছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের চেনা ছবি। চালু হতে চলেছে 'আন্তর্জাতিক মৈত্রী দুয়ার' এবং এবং আধুনিক যাত্রী টার্মিনাল। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই টার্মিনালের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বাণিজ্যিক লাভ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।জানা গিয়েছে, রবিবার বনগাঁয় যাবেন অমিত শাহ। প্রশাসন ও পেট্রাপোল বন্দর সূত্রে খবর, দীর্ঘদিনের দাবি মেনে কয়েক বছর আগেই অত্যাধুনিক টার্মিনাল ও মৈত্রী গেট প্রকল্পের শিলান্যাস হয়েছিল। এর জন্য খরচ হয়েছিল কয়েকশো কোটি টাকা। এ বার তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে।

    সূত্রের খবর, রবিবার সকালে কলকাতা থেকে বিশেষ হেলিকপ্টারে কালিয়ানি ক্যাম্পে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে সড়কপথে তিনি পৌঁছবেন পেট্রাপোল বন্দরে। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি ফিরে যাবেন কলকাতায়।

    অমিত শাহর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সীমান্ত এলাকা। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। কড়া নিরাপত্তা ভারত-বাংলাদেশ সীমান্তে। খালি করা হয়েছে বন্দর এলাকাও। অত্যাধুনিক মানের এই টার্মিনাল উদ্বোধন হওয়ায় খুশি সীমান্ত এলাকার মানুষজন।

    যদিও পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিংয়ের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আধুনিক মানের এই পোর্ট-এর সংযোগকারী জায়গা যা বাংলাদেশের দিকে অবস্থিত তা এখনও সংস্কার করা হয়নি। যাতায়াত থেকে বাণিজ্য সব কিছুরই সুবিধা হবে মৈত্রী দ্বার এবং আধুনিক যাত্রী টার্মিনাল চালু হলে।
  • Link to this news (এই সময়)