তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল ড্রাম ভর্তি বোমা
হিন্দুস্তান টাইমস | ২৬ অক্টোবর ২০২৪
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত মুর্শিদাবাদের সালারে এবার তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বোমা - গুলি উদ্ধার করে সালার থানার পুলিশ। SDPOর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে বোমা ও গুলি উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
শনিবার সালারের কান্দরা এলাকায় ১০টি তাজা বোমা উদ্ধার করেছে সালার থানার পুলিশ। পুজোর আগেই শাসক দলের দুই গোষ্ঠীর বোমাবাজিতে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই থেকেই চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায়। গতকাল রাত্রে পুলিশ কান্দরা খাদিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার তৃনমূল পঞ্চায়েত সদস্য স্যামপুল সেখ এর বাড়ি থেকে উদ্ধার হয় বোমা। ভরতপুর ২ ব্লকের মালিহাটি-কান্দরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য সামপুল শেখর বাড়ি থেকে এবার উদ্ধার করে ১০টি তাজা বোমা। শনিবার দুপুরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
বলে রাখি, গত ১৪ অক্টোবর রাতে তৃণমূলের পার্টি অফিস থেকে ফেরার সময় দলেরই গোষ্ঠীকোন্দলের জেরে খুন হন আলাই শেখ নামে এক ব্যক্তি। অভিযোগ ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী আলাই শেখকে পিটিয়ে - কুপিয়ে খুন করেছে বিধায়ক হুমায়ুঁ কবিরের আশ্রিত দুষ্কৃতীরা। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর।