রাজু বিস্তাকে অভিনন্দন জানিয়েছেন বিনয় তামাং, বিজেপিতে কি যোগ দেবেন? গুঞ্জন
হিন্দুস্তান টাইমস | ২৬ অক্টোবর ২০২৪
বিনয় তামাং কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? পাহাড় জুড়ে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ বিজেপির সাংসদ রাজু বিস্তার দিকে বেশি ঢলে পড়েছেন বিনয় বলে গুঞ্জন শুরু হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেছিলেন এই বিনয় তামাং। এবার আবার রাজু বিস্তার উন্নতিতে অভিনন্দন জানালেন সেই বিনয়ই। আর তারপর থেকেই পাহাড়ের রাজনৈতিক উত্তাপ বেড়ে গেল। একদা বিমল গুরুংয়ের সঙ্গী বিনয় তামাং অধুনা কোন পথে হাঁটবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
পাহাড়কে হাতের তালুর মতো চেনেন এই বিনয় তামাং। তার উপর পিছন থেকে খেলে দিতে তিনি মাস্টার। বিমল গুরুংকে সাইড করে অতীতে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিনয় তামাং সবাইকে চমকে দিয়েছিলেন। তারপর আবার বিমল গুরুং ফিরে আসতেই পরে আবার তাঁর সঙ্গেও বিবাদ মিটিয়ে নেন। কংগ্রেসের হাতে হাত মিলিয়ে এগোতে দেখা গিয়েছিল বিনয় তামাংকে। কিন্তু সেটা বিশেষ ফলদায়ক হয়নি। এখন আবার বিজেপি সাংসদের সঙ্গে সখ্যতা বাড়ানোর কৌশল নিয়েছেন। এখন রাজু বিস্তাকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দার্জিলিং থেকে জেতা বিজেপি সাংসদকে অভিনন্দন জানিয়েছেন বিনয় তামাং। এখন আপাতত দলহীন বিনয়। তাই কি দলে ঢুকতে পদক্ষেপ বিনয়ের? উঠছে প্রশ্ন।
গোর্খা জনমুক্তি মোর্চা থেকে উত্থান বিনয় তামাংয়ের। তারপর তৃণমূল কংগ্রেসে ঢুকে রাজনৈতিক কেরিয়ার গুছিয়ে নিতেও বিনয় তামাংকে দেখা গিয়েছে। সেখান থেকে সরে এসে যোগ দেন কংগ্রেসে। লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে টিকিট পাননি বিনয়। মুনিশ তামাংকে প্রার্থী করে দেয় কংগ্রেস। ব্যস, শুরু সম্পর্কের অবনতি। তখন তিনি সমর্থন করে বসেন বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। রাজু বিস্তা আগেও বিজেপির সাংসদ ছিলেন দার্জিলিংয়ে। এই ঘটনার পর ৬ বছরের জন্য বিনয় তামাংকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তখন থেকেই সুযোগ খুঁজছেন বিনয়।
এখন বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। তার মধ্যে মাদারিহাট, সিতাই উত্তরবঙ্গে পড়ে। যদিও পাহাড়ে নয়। সমতলের মধ্যে। সেখানে মাদারিহাট বরাবরই বিজেপি জিতে আসছে। এবার সেখানে গোর্খারা নির্দল প্রার্থীকে সমর্থন করেছে। তাতে বিজেপি একটু হলেও বিপাকে পড়েছে। রবিবার অমিত শাহ আসছেন বাংলায়। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপাতত পাহাড় রাজনীতিতে বিনয় তামাং নতুন খেলা খেলতে চাইছেন বলেই মত অনেকের। আর যদি সেটা হয় তাহলে সেটা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।