'জাতীয় পতাকা খুলে জোড়াফুল আর অশোক স্তম্ভ খুলে হাওয়াই চটি লাগিয়ে ঘুরে বেড়ান'
হিন্দুস্তান টাইমস | ২৬ অক্টোবর ২০২৪
শাসক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুলিশ আধিকারিককে অশোকস্তম্ভ খুলে হাওয়াই চটি লাগানোর পরামর্শ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এসডিপিও অফিস ঘেরাও কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি, বিজেপি কর্মীদের ভুয়ো মামলা দেওয়াসহ একাধিক অভিযোগ তুলে শুক্রবার বুনিয়াদপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে SDPO অফিস ঘেরাও করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্তবাবু বলেন, ‘প্রশাসনিক পদে শপথ নিয়ে সঠিক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে অফিসের মাথার জাতীয় পতাকা খুলে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দিন। আর টুপিতে থাকা অশোকস্তম্ভ খুলে হাওয়াই চটি লাগান।’ বিজেপি ক্ষমতায় এলে এই সব পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় মন্ত্রিত্বের সঙ্গে সুকান্তবাবুকে সামলাতে হচ্ছে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বও। এই পরিস্থিতিতে নিজের জেলায় খুব বেশি সময় দিতে পারছেন না তিনি। দিল্লি - কলকাতা - বালুরঘাট ছোটাছুটি করে বেড়াতে হচ্ছে তাঁকে। পুজোর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি। ফিরেই ফের ঝাঁপিয়েছেন দলীয় কর্মসূচিতে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, দক্ষিণবঙ্গে তৃণমূলের দখল থাকলেও উত্তরবঙ্গে প্রশাসনিক আধিকারিকদের চাপে রাখতে চাইছে বিজেপি। কালীঘাটের নির্দেশে কাজ করলে যে উত্তরবঙ্গে বিজেপি ছেড়ে কথা বলবে না সেকথা বোঝাতেই এদিনের কর্মসূচি। সুকান্তবাবুর হুঁশিয়ারি, এতে কাজ না হলে আগামীতে আরও বড় কর্মসূচির আয়োজন করবেন তাঁরা।