নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে জমা জলে মৃত্যু হাওড়া পুরসভার কর্মীর
হিন্দুস্তান টাইমস | ২৬ অক্টোবর ২০২৪
যে নবান্নে বসে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে একের পর এক দাবি করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই ঢিল ছোড়া দূরত্বে জমা জলে মৃত্যু হল হাওড়া পুরসভার এক অস্থায়ী কর্মীর। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নবান্নের কাছে হাওড়ার ডুমুরজলায়। জমা জলে পুরকর্মীর মৃত্যুতে বিরোধীদের প্রশ্ন, ঘণ্টার পর ঘণ্টা সাংবাদিক বৈঠক কি শুধুই লোক দেখানো? নইলে নবান্নের নাকের ডগায় এত জল জমল কী করে?
জানা গিয়েছে, গৌতম চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তির বাড়ি হাওড়ার তাঁতি পাড়ায়। হাওড়া পুরসভার অস্থায়ী সাফাইকর্মী ছিলেন তিনি। শুক্রবার দুর্যোগের মধ্যেও কাজে গিয়েছিলেন গৌতমবাবু। ফেরার সময় ডুমুরজলা এলাকায় জমা জলের ভিতর হঠাৎ পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ পর সাধারণ মানুষ তাঁকে পড়ে থাকতে দেখে চ্যাটার্জিহাট থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। তবে তিনি কেন পড়ে গেলেন তা জানা যায়নি। স্থানীয়দের দাবি, রাস্তায় জল না জমলে তাঁকে বাঁচানো যেত।
আইনি জটিলতায় হাওড়ায় পুরো ভোট হয় না দীর্ঘদিন। প্রশাসক দিয়ে চলছে পুরসভা। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘প্রবল বৃষ্টির কারণে জল জমেছে। জল নামানোর কাজ চলছে। পুরকর্মীর মৃত্যুর খবর খুবই দুঃখের। তাঁর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।’