ফিরহাদ-কাণ্ডে মীনাক্ষীর বিরুদ্ধে থানায় TMC, লালবাজারে DYFI নেত্রী
আজ তক | ২৭ অক্টোবর ২০২৪
ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় করা একটি বিতর্কিত পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যাকে "ববি" নামেও ডাকা হয়, তাঁকে নিয়ে তৈরি করা একটি পোস্টে বাম নেত্রীর নাম উল্লেখ থাকায়, রাজনৈতিক পরিবেশ গরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা চেতলা থানায় মীনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তাঁর বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এ নিয়ে মীনাক্ষীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
কুণাল ঘোষ ফেসবুকে মীনাক্ষীকে আক্রমণ করে বলেন, ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক প্রতিপক্ষ হলেও তাঁর ছবি বিকৃত করা উচিত হয়নি। মীনাক্ষীর ওপর আক্রমণ চালিয়ে তৃণমূল কর্মীরা চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। ফিরহাদ হাকিমও জানান, এই ধরনের কাজ সমাজের সামগ্রিক শান্তি নষ্ট করতে পারে।
তবে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়ায় জানান, এই পোস্টের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন, তাঁর একমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ও এক্স (টুইটার) হ্যান্ডেল ছাড়া অন্য কোনো সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নেই। তিনি আরও বলেন, ওই ভুয়ো প্রোফাইলের পোস্ট সম্পর্কে তিনি অবগত নন। তাই এর প্রতিবাদে ও তদন্তের দাবি জানিয়ে তিনি লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে ভুয়ো প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।