নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিওয়ালি বা ধনতেরসের আগেই সাধারণ মানুষ রুপো বা হলুদ ধাতু কিনতে ভালবাসেন। বছরের আর পাঁচটা দিন প্রয়োজন না পড়লেও এই ধনতেরসের দিন কিন্তু অনেকেই সোনার দোকানে ঢুকে সাধ্যমতো কেনাকাটা করে থাকেন। এই দিনে রুপো বা সোনা কেনা শুভ বলেও মনে করেন অনেকেই। তবে সোনা-রুপোর দাম কখনই এক থাকে না। বাজারের পরিস্থিতির উপর তা নিত্যদিন পরিবর্তিত হতে থাকে।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী আজ, শনিবার কলকাতার বাজারে পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৭৯ হাজার ১৫০ টাকা। অন্যদিকে, হলমার্কযুক্ত গয়না সোনার দাম ৭৫ হাজার ৬০০ টাকা। পাশাপাশি রুপোর দামও জেনে নেওয়া যাক। এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৯৭ হাজার ৭৫০ টাকা। এই দরের সঙ্গে অবশ্য জিএসটি যোগ হবে। এছাড়া গয়না তৈরির ক্ষেত্রে মেকিং চার্জও যোগ করা হয়ে থাকে।