দিনে দুপুরে টোটো ছিনতাই শিলিগুড়িতে। যাত্রী সেজে টোটোতে উঠে চালককে মাদক মেশানো চা খাইয়ে গোটা টোটো নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। চালকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, প্রকাশ্যে রাস্তা থেকে টোটো ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে রয়েছেন টোটো চালকরা।শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ নবীন। জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর শুভজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি তাঁর টোটোতে এক যাত্রীকে তোলেন। সেই যাত্রীকে নিয়ে শিলিগুড়ি হাসপাতাল থেকে হর্কাস কর্ণার, মহাবীর স্থানের পর এসএফ রোডে পৌঁছন। এরপর সেই যাত্রী জলপাইমোড়ে যেতে বলেন টোটো চালককে।
সেখানে একটি চায়ের দোকানে টোটো দাঁড় করানোর জন্য বলে যাত্রী। এর মাঝেই চা খাওয়ার প্রস্তাব দেয় সেই যাত্রী। চা খাওয়ার প্রস্তাব শুনে রাজি হয়ে যান টোটোচালক। অভিযোগ, চায়ের মধ্যে মাদক মিশিয়ে টোটো চালককে দেওয়া হয়েছিল। সেই চা খেয়েই অচৈতন্য হয়ে পড়েন টোটো চালক। জ্ঞান ফেরার পর টোটোচালক দেখতে পান, তাঁর সমস্ত টাকা লুট করে নেওয়া হয়েছে। এমনকী টোটোও নেই। এরপরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটো চালক।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলা অন্তর্গত চোপড়ার রামগঞ্জ থেকে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় সেই অভিযুক্তকে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই টোটো ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।