মালদার রতুয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ উঠেছে। আর এবার এক টোটোচালককে হুমকি দেওয়া এবং মারধর করার অভিযোগ উঠল জেলারই অন্য এক তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মালদার বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আর নিরাপত্তারক্ষীকে না থামিয়ে বরঞ্চ সমর্থন করেছেন তৃণমূল বিধায়ক এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকায় বৃহস্পতিবার বিকালে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে বিধায়কের নিরাপত্তারক্ষীর সঙ্গে মারধরের বিষয়টি সামনে এসেছে। আর সেই ভিডিয়ো পাওয়া মাত্রই তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, টোটো চালককে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিধায়কের নিরাপত্তারক্ষী আর সেইসঙ্গে তাকে ধাক্কা দিচ্ছেন। তবে স্থানীয়দের বক্তব্য, নিরাপত্তারক্ষীই প্রথম টোটো চালকের গায়ে হাত দেন। এটা একেবারেই উচিত হয়নি। তাদের বক্তব্য, টোটো থাকলে ও অনায়াসে অন্য গাড়ি চলে যাচ্ছে তাহলে সে ক্ষেত্রে বিধায়কের গাড়ি যেতে সমস্যা হল কোথায়। অনেকেই সেই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন। পরে সেই ভিডিয়ো ভাইরাল হয়। তাতে আরও দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীকে না থামিয়ে বিধায়ক উল্টে টোটো চালকের উপর চিৎকার চেঁচামেচি করছেন। পরে স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ জানান।
জানা যাচ্ছে, মূলত গাড়ি যাওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। বিধায়ক জানান, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গায় তিনজন ভেসে গিয়েছেন সেই খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করার পর ফিরছিলেন। তখন তিনি দেখেন যে রাস্তার উপরে টোটো রয়েছে। গাড়ি যেতে সমস্যা হচ্ছিল। তাই গাড়ি থেকে নেমে তার নিরাপত্তারক্ষী টোটো সরিয়ে নিতে বলেছিলেন চালককে। তবে উল্টে টোটো চালকই তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তৃণমূল বিধায়কের আরও বক্তব্য, এভাবে রাস্তায় টোটো থাকার ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। কিন্তু, টোটো চালকরা তার নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করে। তাই নিরাপত্তারক্ষী একটু হুমকি দিয়েছেন। এ বিষয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূল সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। এটাই ওদের সংস্কৃতি।