গত বছরের বোনাস ও দুটি পাক্ষিক বেতনের দাবিতে অবরোধ চা শ্রমিকদের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, নাগরাকাটা: গত বছরের বোনাস সহ দু’টি পাক্ষিক বেতন বকেয়া থাকায় শনিবার বিক্ষোভ দেখালেন নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টুন্ডু ডিভিশনের শ্রমিকরা। শুক্রবার এই বোনাস ও বেতন দেওয়ার কথা ছিল। তা না দেওয়ায় এদিন সকাল ৮টা থেকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, গত বছরের বোনাস এখনও দেওয়া হয়নি। সেই সঙ্গে এই বছর এখনও দু’টি পাক্ষিক পারিশ্রমিক বকেয়া। সামনেই দীপাবলি। শ্রমিকরা চাইছেন, তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়া হোক। কিন্তু চা বাগান কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা না দেখানোয় আন্দোলন শুরু হয়েছে। বিকেল পাঁচটা নাগাদ চা বাগান কর্তৃপক্ষ সমস্যা মেটানোর আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলনে ইতি টানেন। টুন্ডু ডিভিশনের শ্রমিক সারিনা ওরাওঁ বলেন, গত বছরের বোনাস দু’টি পার্টে বকেয়া আছে। কিন্তু ২৫ অক্টোবর দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। তাই কালীপুজার আগে বকেয়া আদায়ের দাবিতে অবরোধ করেছি। আরএক শ্রমিক কার্তিকা কুজুর বলেন, পাক্ষিক বেতন বাকি রেখে কাজ করাচ্ছেন মালিক। আমরা কাজ করেও যাচ্ছি। কালীপুজার আগে পাক্ষিক মজুরি দেওয়ার আশ্বাস দিয়েও তা পূরণ না করায় শ্রমিকরা প্রতিবাদ করেছেন। আমরা দুপুর একটায় অবরোধ তুলে ঘেরাও কর্মসূচি করেছি।
এই ব্যাপারে বাগানের সহকারী ম্যানেজার পুষ্পেন্দু সরকার বলেন, শ্রমিক ইউনিয়নকে বলে দেওয়া হয়েছিল কালীপুজার আগে বকেয়া মেটানো হবে। কিন্তু অবরোধ করে চা বাগানের চা পাতার গাড়িও বের হতে দেননি শ্রমিকরা। বামনডাঙার শ্রমিকরা কর্তৃপক্ষের আশ্বাস মেনে নিলেও টুন্ডু ডিভিশন না মেনে আন্দোলন করছেন। আমরা দ্রুতই তাদের বকেয়া মিটিয়ে দেব।