• বিতর্কের জেরে পবন সিংয়ের অনুষ্ঠান বাতিল
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভোজপুরী গায়ক পবন সিংকে নিয়ে ফের বিতর্ক আসানসোল শিল্পাঞ্চলে। বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পবনের নাম ঘোষণার পরই বিতর্ক শুরু হয়েছিল। বাংলা পক্ষ সহ বহু মানুষ বাংলার মেয়েদের নিয়ে পবন সিংহের বিতর্কিত গান নিয়ে সরব হন। কেন এমন একজন গায়ককে বিজেপি প্রার্থী করল তা নিয়ে চূড়ান্ত সমালোচনা হয়। পবন প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ান। দ্বিতীয় বিতর্কের সূত্রপাত কালীপুজোর অনুষ্ঠান নিয়ে। অণ্ডাল থানার বহুলা সর্বজনীন কালীপুজোর সঙ্গীতানুষ্ঠানে পবনকে আনার উদ্যোগ নেন উদ্যোক্তারা। পবন নিজের সোশ্যাল মিডিয়ায় বহুলায় গান করতে আসার কথা ঘোষণাও করেন। তারপরই বাংলা পক্ষ তুমুল আপত্তি জানায়। পুজো কমিটির সভাপতি জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। শনিবার বাংলা পক্ষ পুলিস কমিশনার অফিসে স্মারকলিপি দেয়। যাতে পবন সিংয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়া হয় তার আর্জি জানানো হয়। 

    পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিধায়কের ছেলে প্রেমপাল সিং এদিনই সাংবাদিক সম্মেলন করে বলেন, পুজো কমিটি পবন সিং সহ সমস্ত সঙ্গীত অনুষ্ঠানই বা঩তিল করছে। পুলিস জানিয়েছে, এত ছোট মাঠে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন। প্রেমপাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দিভাষীদের সম্মান দিয়েছেন তা বিহার বা উত্তরপ্রদেশেও নেই। মনে রাখতে হবে আমাদের দেশ গঙ্গা-যমুনার দেশ। কোনও শিল্পীকে ভাষা, জাতি দিয়ে ভাগ করা ঠিক নয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, শিল্পীর শিল্পসত্ত্বাই বড়। ভাষা দিয়ে শিল্পীর বিচার করা ঠিক নয়। বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্পীর ভাষা নিয়ে সমস্যা নয়। 
  • Link to this news (বর্তমান)