• যাত্রীবাহী বাসে কয়লা পাচার, সিউড়িতে চালক সহ গ্রেপ্তার ৩
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বস্তার ভিতর লুকিয়ে যাত্রীবাহী বাসে কয়লা নিয়ে যাওয়ার পর্দা ফাঁস করল জেলা পুলিস। আসানসোল থেকে সাঁইথিয়া যাওয়ার যাত্রীবাহী বাসে কয়লা নিয়ে যাওয়ার সময় সিউড়িতে আটক করল জেলা পুলিসের ডিইবি বিভাগ। প্রায় ছ’-সাত টন কয়লা মজুত ছিল। বাসের ছাদে, ভিতরে ও ডিকিতে ভরা ছিল কয়লার বস্তা। বাসে থাকা এক যাত্রীই পুলিসকে খবর দেন। পুলিস ১৪নম্বর জাতীয় সড়কে বাসটি আটক করে। বাসের চালক, খালাসি ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতদের সিউড়ি জেলা আদালতে তোলা হবে। ডিএসপি(ডিইবি) স্বপনকুমার চক্রবর্তী বলেন, প্রতিটি বস্তায় কমপক্ষে ৫০কেজি করে কয়লা ছিল। পাণ্ডবেশ্বর থেকে কয়লা চাপিয়ে জঙ্গিপুরের দিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু যাত্রীবাহী বাসে এভাবে কয়লা নিয়ে যাওয়া বেআইনি। তাই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এর আগে নানা নিত্যনতুন কৌশলে কয়লা পাচার করতে দেখা গিয়েছে। কখনও স্কুলভ্যান কখনও আবার ইট বা খড়বোঝাই গাড়িতে কয়লা নিয়ে যাওয়া হয়েছে। এর আগে পাণ্ডবেশ্বর, খয়রাশোলের দিক থেকে সেই চোরাই কয়লা আসত। পরে পুলিসের কড়াকড়ি শুরু হওয়ায় ঝাড়খণ্ড থেকে রাতের দিকে কয়লা আনা হতো। সেই কয়লা জেলার বিভিন্ন ইটভাটায় যেত। এছাড়াও মুর্শিদাবাদ, মালদহের দিকেও পাঠানো হতো। গতবছর বাসের ছাদে বস্তায় ভরে কয়লা নিয়ে যাওয়ার সময় সাঁইথিয়ায় প্রচুর কয়লা আটক করে পুলিস। সেবার শুধু কয়লা বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু এবার ডিইবি আরও কড়া ব্যবস্থা নিল। বাসের চালক থেকে খালাসি সবাইকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হল। পুলিসের দাবি, সিউড়িতে আসার আগে বাসের কন্ডাক্টর দুবরাজপুরে কিছু কয়লার বস্তা নামিয়ে দেয়। অর্থাৎ তাদের মদতেই কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এত বিপুল পরিমাণ কয়লা নিয়ে যাওয়ার কোনও কাগজপত্র তাদের কাছে নেই। সেকারণে তাদের গ্রেপ্তার করা হল। বাসের ২৫-৩০ জন যাত্রীকেও নামিয়ে দেওয়া হয়। তাঁরা প্রত্যেকে ভাড়া ফেরত নিয়ে অন্য বাস ধরে গন্তব্যস্থলে পৌঁছন। যাত্রীদেরও অভিযোগ, বাসে কয়লার বস্তা নিয়ে যাওয়ায় দাঁড়াতেও অসুবিধা হয়। বারবার বলা হলেও কেউই কর্ণপাত করত না। পুলিসের এই অভিযানে তাঁরা খুশি।
  • Link to this news (বর্তমান)