• পাটকাঠি চড়া দামে
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: সামনে কালীপুজো। গ্রামবাংলা আলোর উৎসব দীপাবলিতে পাটকাঠির প্রয়োজন। তাই রঘুনাথপুর মহকুমার হাট, বাজারগুলিতে ২ থেকে ৫ টাকা দামে প্রতি পিস পাটকাঠি বিক্রি হচ্ছে। বর্তমানে জেলায় পাট চাষ প্রায় হয় না বললেই চলে। আর তার জেরেই চড়া দাম। জানা গিয়েছে, গ্রামগুলিতে আলোর ইঁজয়, পিঁজয় উৎসব হয়। উৎসবে পাটকাঠি লাগে। সেই কারণেই বেশি দামে পাটকাঠি বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দা সমর বাউরি, যুধিষ্ঠির মণ্ডল বলেন, একসময় প্রতিটি গ্রামেই প্রচুর পাটের চাষ হতো। বর্তমানে পাট চাষ গ্রামগুলিতে প্রায় উঠেই গিয়েছে। তাই এখন চড়া দামে পাটকাঠি কিনতে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)