• বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু, জখম স্ত্রী
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, শান্তিনিকেতন: শুক্রবার বিকেলে বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর আদ্যাশক্তি পল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভাশিস পাল(৩৫)। তিনি বোলপুরের একটি সরকারি স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। নির্মীয়মাণ বাড়ির কাজে হাত লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন স্ত্রীও। তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভাশিসবাবু ও তাঁর স্ত্রী পিউদেবী দু’জনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তাঁরা বোলপুরের মকরমপুরে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি তৈরি হচ্ছে আদ্যাশক্তিপল্লিতে। সেই নির্মীয়মাণ বাড়ির কাজ দেখতে প্রতিদিনই দু’জনে যেতেন। এমনকী ঘরের খুঁটিনাটি কাজ নিজেরাও করতেন। এদিন ঘরের নীচ থেকে একটি লোহার পাইপ দু’তলায় তোলার চেষ্টা করছিলেন শুভাশিসবাবু। সেই সময়ই বাড়ির পাশে দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারে লোহার পাইপটি স্পর্শ হয়ে যায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন শুভাশিসবাবু। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রী পিউদেবী। বাড়িতে কর্মরত অন্যান্য মিস্ত্রিরা ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দু’জনকে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শুভাশিসবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
  • Link to this news (বর্তমান)