• রায়ডাক নদীতে অবৈধভাবে খনন, সরব কুমারগ্রামবাসী
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের ধনতলিটাপুতে রায়ডাক নদীতে অবৈধভাবে খননের অভিযোগ তুলে সরব হলেন বাসিন্দারা। শনিবার ধনতলিটাপু, জয়দেবপুরটাপু ও লালচাঁদপুরের বাসিন্দারা মিলে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, দিনে ও রাতে রায়ডাক নদী থেকে অবৈধ উপায়ে বালি পাথর তোলা হচ্ছে। আর্থমুভার সহ অন্যান্য মেশিনের সাহায্যে নদীগর্ভে খনন করে বালি-পাথর অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। বাসিন্দারা এদিন বলেন, বিকেল থেকে খনন শুরু হয়। রাতভর খনন চলে। নদী থেকে যথেচ্ছভাবে বালি-পাথর তোলা হচ্ছে। এতে আগামী দিনে নদীর তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা সমস্যায় পড়বেন। এদিন বিকেলের দিকে ধনতলিটাপুতে নদীর তীরে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যার ফলে এদিন খনন বন্ধ থাকে।

    জানা গিয়েছে, সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। জাতীয় সড়ক নির্মাণের জন্য রায়ডাক নদী থেকে বালি-পাথর নেওয়া হচ্ছে। কিন্তু স্থানীয়রা এদিন বলেন, দিনের পাশাপাশি রাতেও নদী খনন করা হচ্ছে। সম্পূর্ণ অবৈধভাবে নদীগর্ভ খননের কাজ চলছে।

    বিক্ষোভকারীদের তরফে কৃষ্ণা চৌধুরী, শঙ্কর চৌধুরীরা বলেন, নদীর তীরবর্তী স্থানে আমাদের জমি রয়েছে। সেই জমিতেও খনন করা হচ্ছে। এতে নদীর তীরে থাকা গ্রামগুলির বাসিন্দারা খুবই সমস্যায় পড়বেন। আমরা চাই, এভাবে নদীতে খনন বন্ধ হোক। বিষয়টি নিয়ে কুমারগ্রাম ব্লকের বিডিও গৌতম বর্মনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল বন্ধ থাকায় এবিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। মেসেজ করা হলেও উত্তর দেননি।
  • Link to this news (বর্তমান)