• সার ও বীজের দোকানে অভিযান
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ধূপগুড়ি: আলু চাষে তোড়জোড় শুরু হতেই সার এবং আলু বীজের দোকানে অভিযানে নামল জলপাইগুড়ি জেলা কৃষিদপ্তর। শনিবার ধূপগুড়ির বিভিন্ন সারের দোকান এবং আলু বীজের দোকান পরিদর্শন করেন জেলা কৃষিদপ্তরের আধিকারিকরা। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, আলু চাষের শুরুতেই সার ও বীজ ব্যবসায়ীরা যাতে ভেজাল রাসায়নিক বিক্রি এবং নিম্নমানের আলু বীজ বিক্রি না করেন, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ধূপগুড়ি ব্লক কৃষিদপ্তরের সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন বলেন, আমাদের এই অভিযান লাগাতার চলবে।
  • Link to this news (বর্তমান)