• হলদিবাড়িতে স্ত্রীর চাকরি না হওয়ায় অঙ্গনওয়াড়িতে তালা
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, হলদিবাড়ি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি জোটেনি। সেই ক্ষোভে শনিবার কেন্দ্রে গিয়ে তালা ঝুলিয়ে দিলেন জমিদাতা। এমনই ঘটনা ঘটেছে হলদিবাড়ির পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের কামাতবিন্দি এলাকার ৪৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। 

    তিন সপ্তাহ আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার ও কর্মী নিয়োগের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়ায় ক্ষোভে তালা ঝুলিয়ে দেন জমিদাতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানগঞ্জ আউটপোস্টের পুলিস। এবিষয়ে ৪৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতা নীরেন লালার অভিযোগ, লিখিত পরীক্ষায় আমার স্ত্রী পাস করেছে। আগেও প্রশাসনের তরফে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। স্ত্রীর চাকরি হল না বলেই তালা ঝুলিয়ে দিয়েছি। আমি চাই, প্রশাসন আমার স্ত্রীর চাকরির ব্যবস্থা করে দিক। 

    এবিষয়ে হলদিবাড়ির সিডিপিও প্রীতম সাঁতরা জানান, যেসকল জমিদাতার পরিবারের সদস্যরা পরীক্ষায় পাস করেছেন, তাদের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
  • Link to this news (বর্তমান)