• স্পেশাল ট্রেন চালু উত্তর-পূর্ব সীমান্ত রেলের
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী পরিষেবা দিতে আরও স্পেশাল ট্রেন চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এর মধ্যে এনজেপি-পাটনা একটি স্পেশাল ট্রেন রয়েছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। 

    নিউ জলপাইগুড়ি-পাটনা উৎসব স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে প্রত্যেক শনিবার সকাল পাঁচটায় রওনা দিয়ে পাটনা পৌঁছবে বিকেল ৫.৪০ মিনিটে। পাটনা থেকে ট্রেনটি প্রতি শনিবার রাত ৭.৩০  মিনিটে  রওনা দিয়ে পরেরদিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ৯.৩০ মিনিটে। আগামী ২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে।

    এছাড়া  কাটরা-কামাখ্যা, কাটিহার-মণিহারি, আসানসোল-কাটিহার, কাটিহার-দাউরাম, মাধেপুরা-কাটিহার, কাটিহার-ছাপরা উৎসব স্পেশাল চালু হচ্ছে চলতি মাসে। কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)