• বিধায়কের উদ্যোগে চালু স্টেশনে সারের রেকপয়েন্ট
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ধূপগুড়ি: আলু চাষ শুরুর আগে কৃষকদের সুবিধার্থে ধূপগুড়ির বিধায়কের উদ্যোগে রাসায়নিক সারের রেকপয়েন্ট ফের চালু করা হল‌। তোলাবাজির কারণে এই রেক এতদিন বন্ধ ছিল। শনিবার ধূপগুড়ি স্টেশনে আনুষ্ঠানিকভাবে রাসায়নিক সারের আমদানি শুরু হয়। উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়, সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন সহ সার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন স্টেশনে মাল গাড়িতে রাসায়নিক সার নিয়ে আসা হয়। আর সেই মাল গাড়ি থেকে রাসায়নিক সার নামানোর কাজ শুরু করে শ্রমিকরা। দু’বছর আগে ধূপগুড়ি রেল স্টেশনে রাসায়নিক সারের রেক পয়েন্ট ছিল।‌ কিন্তু তোলাবাজি এবং শ্রমিক অসন্তোষের কারণে এই রেকপয়েন্ট বন্ধ হয়ে যায়। ধূপগুড়ির বিধায়ক  বলেন, দু’বছর বন্ধ থাকার পর উদ্যোগ নিয়ে ধূপগুড়ি রেল স্টেশনে রেক পয়েন্ট চালু করা হল। কৃষক, শ্রমিক, সার ব্যবসায়ীরা উপকৃত হবেন।
  • Link to this news (বর্তমান)