• ফ্ল্যাশ দেখেই পালিয়ে যাচ্ছে চিতাবাঘ, ট্র্যাপ ক্যামেরা সরানোর দাবি
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: খাঁচা বসানোর পর সপ্তাহ ঘুরতে চলল। ‘মানুষখেকো’ চিতাবাঘ এখনও অধরা। চিতাবাঘ ধরা না পরায় আতঙ্ক নাগরাকাটার খেরকাটা বস্তিতে। স্থানীয়দের দাবি, খাঁচার সামনে এসেও ফিরে যাচ্ছে চিতাবাঘ। ট্র্যাপ ক্যামেরায় সেই চিত্র ধরা পড়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা খাঁচার সামনে থেকে ট্র্যাপ ক্যামেরা সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন।

    গত বুধবার ট্র্যাপ ক্যামেরায় চিতাবাঘের ছবি দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, চিতাবাঘটি খাঁচার সামনে এসেও ফিরে  যাচ্ছে। এটা দেখেই বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছেন গ্রামবাসী। তাঁদের অভিযোগ, ট্র্যাপ ক্যামেরার সামনে কিছু এলেই জ্বলে ওঠে ফ্ল্যাশ লাইট। আর এতেই বন্যজন্তুরা ভয়ে পালিয়ে যায়। একটি হাতিও সেই ট্র্যাপ ক্যামেরার সামনে চলে আসে। লাইট জ্বলে উঠলে হাতিটিও চলে যায়। একারণে গ্রামবাসীরা দাবি তুলেছেন, চিতাবাঘ ধরার জন্য খাঁচার সামনে থেকে ট্র্যাপ ক্যামেরা সরিয়ে নেওয়া হোক।

    খেরকাটার বাসিন্দা রূপেশ ছেত্রী বলেন, চিতাবাঘ ধরার জন্য খাঁচা পেতে রাখা হয়েছে। কিন্তু তার সামনে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। আর এতেই সমস্যা শুরু হয়েছে। চিতাবাঘ খাঁচার পাশে এলেই লাইট জ্বলে উঠছে। ভয় পেয়ে চিতাবাঘও পালিয়ে যাচ্ছে। যার জন্য চিতাবাঘ ধরাই পড়ছে না। এদিকে সন্ধ্যা নেমে এলেই গ্রামের মধ্যে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। আবার কখন যে কী হয়, এই ভেবে আতঙ্কে রয়েছি।

    চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, সমস্যাটা আমরা বুঝতে পেরেছি। দ্রুত ট্র্যাপ ক্যামেরা সরিয়ে অন্যত্র লাগানো হবে। তবে কিছু ট্র্যাপ ক্যামেরা চুরি হয়ে গিয়েছে। আমরা অভিযোগ দায়ের করেছি।

    সম্প্রতি সুশীলা গোয়ালা নামে এক কিশোরীকে বাড়ির উঠোন থেকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। এরপরই চিতাবাঘটিকে ধরতে দুটি খাঁচা পেতে রাখা হয়। তিনটি ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)