• জুনিয়র চিকিত্সকদের পাল্টা মঞ্চ,  তোপ দাগলেন আন্দোলনকারীরাও
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডাক্তার বনাম জুনিয়র ডাক্তার! অনিকেত মাহাতদের ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (ডব্লুবিজেডিএফ)-এর পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করল শনিবার। এদিন প্রেস ক্লাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (ডব্লুবিজেডিএ) নামে ওই সংগঠনের ডাকে সাংবাদিক সম্মেলন হয়। সেখানে আর জি কর, সাগর দত্ত, রামপুরহাট, ডায়মন্ডহারবার সহ আরও কয়েকটি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিত্সকদের একাংশ বক্তব্য রাখেন। 

    মূলত ‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত জুনিয়র চিকিত্সকরা এই সংগঠন তৈরি করেছেন। তবে অন্যান্য জুনিয়র চিকিত্সকরাও রয়েছেন বলে দাবি তাঁদের। এই সংগঠনের বিরুদ্ধে আর জি কর মেডিক্যাল কলেজের কনভেনশেন থেকে সরব হয় ডব্লুবিজেডিএফ। তাদের বক্তব্য, ‘নতুন সংগঠনের সদস্যরা ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। তাঁদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।’ নয়া সংগঠনের আহ্বায়ক আর জি করের শ্রীশ চক্রবর্তী বলেন, ‘আমরাও অভয়ার বিচার চাই। আন্দোলন আমরাই শুরু করেছিলাম। চেয়েছিলাম, পরিষেবা দিয়ে আন্দোলন চলুক।’ ‘থ্রেট কালচার’-এর অভিযোগ নস্যাত্ করে দিয়ে তাঁরা বলেন, ‘অভিযোগের পক্ষে কোনও যুক্তি নেই। আমাদের বক্তব্য শোনা হয়নি। …অনিকেত মাহাত মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নটোরিয়াস ক্রিমিনাল বলেছেন। তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।’ ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, নতুন এই সংগঠন তৃণমূলের মদতপুষ্ট কি না, তা নিয়ে। যদিও এদিন তাঁরা নিজেদের ‘অরাজনৈতিক’ বলে দাবি করেছেন। কিছুদিনের মধ্যেই তাঁরাও গণ কনভেনশন ডাকবেন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন। ডব্লুবিজেডিএফ নেতারা অবশ্য জানিয়েছেন, সংগঠন তৈরি করা গণতান্ত্রিক অধিকার। যদিও থ্রেট কালচারে অভিযুক্তরাই এই সংগঠন তৈরি করেছেন। আজ, রবিবার দুপুরে ডব্লুবিজেডিএফ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে। এদিকে,  ডব্লুবিজেডিএফ এবং তাদের সহযোগী বেশ কয়েকটি সংগঠন মিলে চার কোটি টাকা অভয়া আন্দোলনের নামে সংগ্রহ করার তথ্য প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)