• ঘূর্ণিঝড়ে নষ্ট ১ লক্ষ হেক্টর জমির ফসল
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ডানার কারণে ফসলের ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় এক লক্ষ হেক্টর জমির ধান, সব্জি, ফুল নষ্ট হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় ফসল নষ্ট হওয়ার এই খবর এসেছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে প্রায় ২৫ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে অনুমান।

    তবে এই রিপোর্ট নয়, একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যে রিপোর্ট তৈরি করা হবে, সেটিই চূড়ান্ত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ‘ফিল্ড ভেরিফিকেশন’ করে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)