নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৬৩.২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই টাকার পুরোটাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্ন রায় ও তাঁর স্ত্রীর নামে রয়েছে। এক্স হ্যান্ডেলে এই দাবি করেছে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা। নগদ ও জমিজমা মিলিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হন তিনি।
এসএসসি’র গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী হিসেবে প্রসন্ন রায়ের নাম উঠে আসে। ইডির তদন্তে জানা যায়, অর্থের বিনিময়ে যাঁরা স্কুলে চাকরি পেয়েছেন, তাঁদের একটা বড় অংশ প্রসন্নকে টাকা দিয়েছেন। এর জন্য আলাদা অফিস পর্যন্ত খোলেন তিনি। তাঁর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। চাকরিপ্রার্থীদের নামের তালিকা তিনি পার্থবাবুর কাছে পাঠিয়ে দিতেন। প্রসন্নর পাঠানো নামের প্রার্থীরা পাশ না করেও চাকরি পেয়ে যান বলে অভিযোগ। ওই চাকরি প্রাপকদের থেকে নেওয়া টাকা প্রসন্ন ঘুরপথে পার্থ সহ দূর্নীতিতে জড়িত বড় মাথাদের পাঠাতেন। ইডির তদন্তে আরও উঠে আসে, প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার একটা অংশ প্রসন্ন নিজের কাছে রাখতেন কমিশন হিসেবে। বাকিটা অন্যদের পাঠিয়ে দিতেন। তদন্তকারী সংস্থা প্রসন্ন ও তাঁর স্ত্রীর নামে কেনা হোটেল, রিসর্টের খোঁজ পায়। স্ত্রীর নামে একটি কোম্পানিও খুলেছিলেন তিনি। সেখানে বিপুল টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। দুর্নীতির টাকাতেই যে এই স্থাবর-অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে, তার প্রমাণ জোগাড়ের পরই সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডির এক্স হ্যান্ডেলের পোস্টে এই হোটেল, রিসর্ট ও কোম্পানির কথা উল্লেখও রয়েছে। সব মিলিয়ে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ৫৪৪.৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।