• দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ ট্রেন
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে বাংলা থেকে দক্ষিণ ভারতগামী জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ এবং সাঁতরাগাছি-বেঙ্গালুরু রুটে চলাচল করবে এই জোড়া বিশেষ ট্রেন। জানা গিয়েছে, আগামী ৩০ অক্টোবর এবং ৭ নভেম্বর সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ রুটে যাত্রী পরিষেবা দেবে এই স্পেশাল ট্রেন। নির্দিষ্ট এই দু’দিন সকাল ৭টা ২৫ মিনিটে সেকেন্দ্রাবাদ থেকে যাত্রা শুরু করবে। পরদিন বেলা ১২টা ২০ মিনিটে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছাবে ট্রেনটি। ফিরতি ট্রেনটি ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর সাঁতরাগাছি থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে যাত্রী বোঝাই করে রওনা দেবে। পরদিন রাত ১১টা ১৫ মিনিটে সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢুকবে এই স্পেশাল ট্রেন। অন্যদিকে, আজ শনিবার এসএমভিটি বেঙ্গালুরু স্পেশাল সকাল ১০টা ১৫ মিনিটে বেঙ্গালুরু স্টেশন থেকে ছাড়বে। পরদিন অর্থাৎ রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছবে। ফিরতি রুটে আগামী কাল রাত ১১টা ৩০ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে যাত্রী নিয়ে কর্ণাটকের রাজধানী শহরের উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি বেঙ্গালুরু স্টেশন ছোঁবে পরদিন অর্থাৎ সোমবার বেলা সাড়ে ১২টায়। যাত্রাপথে এই জোড়া স্পেশালগুলি দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন ট্রেনগুলি খড়্গপুর এবং বালেশ্বর স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে চলাচল করবে বলে জানা গিয়েছে।  
  • Link to this news (বর্তমান)