• কালীপুজো-দীপাবলিতে চারজোড়া স্পেশাল ট্রেন শিয়ালদহ ডিভিশনে
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার বাড়তি ৮টি স্পেশাল লোকাল ট্রেন যাত্রী পরিষেবা দেবে। উল্লেখ্য, উৎসবের এই বিশেষ দিনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই বাড়তি ট্রেনগুলি চালাবে রেল। এর মধ্যে এক জোড়া ট্রেন চলবে শিয়ালদহ-ডানকুনি রুটে। ৩১ অক্টোবর রাত সাড়ে ১১টায় ট্রেনটি শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে। ১ নভেম্বর রাত সোওয়া ১২টায় ডানকুনি পৌঁছবে। ফিরতি রুটে ডানকুনি থেকে রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহে ঢুকবে ট্রেনটি।

    বারাসতের কালীপুজো বহু বছর ধরে দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ বারাসতের বিভিন্ন কালীপুজো দেখতে আসে। এই বিরাট সংখ্যক মানুষের যাত্রা সহজ করতে শিয়ালদহ-বারাসত রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদহ থেকে ট্রেনটি বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে ১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। ডাউনে ট্রেনটি বারাসত থেকে শুক্রবার রাত ১টা ১০ মিনিটে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

    অপর একজোড়া বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চলবে শিয়ালদহ-রানাঘাট লাইনে। ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে ১ নভেম্বর রাত আড়াইটের সময় রানাঘাট পৌঁছবে। অন্যদিকে, বৃহস্পতিবার ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। শেষ জোড়া লোকালটি শিয়ালদহ-বারুইপুর মধ্যে যাত্রী পরিষেবা দেবে। ট্রেনটি কালীপুজোর রাত সাড়ে ১২টায় শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। শুক্রবার রাত সোওয়া ১টায় বারুইপুর স্টেশনে পৌঁছবে। ফিরতি রুটে ট্রেনটি যাত্রী নিয়ে বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে শুক্রবার ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
  • Link to this news (বর্তমান)